শরীর ও মন নিয়ে লেখালেখি

Sunday 1 January 2017

২০১৬ সালে চিকিৎসা বিজ্ঞান নতুন কি পেল?



চিকিৎসা বিজ্ঞানের জন্য ২০১৬ সাল একটি উল্লেখযোগ্য বছর । রোগ নির্ণয়, চিকিৎসা এবং রোগ প্রতিরোধের ক্ষেত্রে এ বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্ভাবন এবং পরিবর্তন সংযোজিত হয়েছে।

চিকিৎসা বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ

অনেক দিন যাবত বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligence) ব্যবহারের চেষ্টা চলছে। এ বছর চিকিৎসা বিজ্ঞানেও এর সম্ভাব্য ব্যবহার শুরু হয়েছে। ভবিষ্যতে প্যাথলজির স্লাইড, এক্স রে, ত্বকের ক্ষত এবং চোখের রেটিনার সমস্যা নির্ণয়ের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও বাড়বে। চিকিৎসা ক্ষেত্রে এর প্রয়োগের জন্য ৯০ টিরও বেশী কোম্পানি কাজ শুরু করেছে। আইবিএম, অ্যাপল, গুগল এবং মাইক্রোসফট এক্ষেত্রে বিশাল অংকের অর্থ বিনিয়োগ করেছে।


শরীরে পরিধেয় সেন্সর

শরীরে পরার মত সেন্সর (Advanced Wearable Sensors)উদ্ভাবনায় ২০১৬ সাল একটি সফল বছর। এগুলি এমন এক ধরণের যন্ত্র যা ঘড়ি কিংবা বেল্টের মত শরীরে পরে থাকলে রক্তের বিভিন্ন রাসায়নিক উপাদানের পরিমাণ জানা যাবে। অবিরাম রক্তের গ্লুকোজ, অ্যালকোহল কিংবা ল্যাক্টেট পরিমাপ করার মত সেন্সর এবছর তৈরি হয়েছে এবং সফলভাবে তা ব্যবহার করা হচ্ছে।


ক্যান্সারের তরল বায়োপসি

কারও ক্যানসার হলে তার রক্তে টিউমার ডিএনএ ভাসমান থাকে।রক্তের টিউমার ডিএনএ শনাক্ত করার প্রক্রিয়াকে তরল বায়োপসি বা লিকুইড বায়োপসি (Liquid Biopsy for Cancer) বলা হয়। সাধারণত ক্যানসার শনাক্ত করার জন্য ক্যানসার আক্রান্ত অঙ্গের বায়োপসি করে পরীক্ষা করা হয়। এর জন্য শল্যকর্মের প্রয়োজন হয়। কিন্তু রক্তের টিউমার ডিএনএ শনাক্ত করা সহজ এবং ঝামেলামুক্ত। এ পর্যন্ত পঞ্চাশেরও বেশী ধরণের টিউমার ডিএনএ চিহ্নিত করা সম্ভব হয়েছে। আশা করা হচ্ছে এরফলে আগামীতে যাদের ক্যানসারের লক্ষণ-উপসর্গ প্রকাশিত হয়নি তাদের ক্যানসারও টিউমার ডিএনএ-র সাহায্যে শনাক্ত করা যাবে।


ভার্চুয়াল হাসপাতাল বা বিছানাবিহীন হাসপাতাল

টেলি-মেডিসিনের অগ্রগতির ফলে এখন হাসপাতালের চেহারা বদলে যাচ্ছে। এবছর আমেরিকার সেন্টলুইসে প্রথম ভার্চুয়াল হাসপাতাল বা বিছানাবিহীন হাসপাতাল চালু হয়েছে। ৩৩০ জন চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়ে এই হাসপাতাল কমিউনিটিতে দূর-দূরান্তের হাজার হাজার রোগীর দেখাশোনা করছে। এছাড়া এখন টেলি-মেডিসিনের মাধ্যমে বহির্বিভাগের রোগীও দেখা হচ্ছে।


ডিএনএ সম্পাদনা

২০১৬ সালের ২৮ অক্টোবর চীনে প্রথমবারের মত ফুসফুসের ক্যানসার চিকিৎসার জন্য জিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এরজন্য CRISPR Genome Editing-এর সাহায্য নেওয়া হয়েছে। CRISPR Genome Editing একটি নতুন ধরণের জিন প্রযুক্তি । এর সাহায্যে রোগের মূল জিনটি শনাক্ত করে প্রয়োজন মতো কেটেছেঁটে বাদ দেয়া যায় এবং সেখানে ভালো জিন প্রতিস্থাপন করা হয়। এটাকে বলা যায় ডিএনএ কাটাকুটি করার কাঁচি। মার্কিন যুক্তরাষ্ট্রেও CRISPR Genome Editing প্রযুক্তি দিয়ে কি কি রোগের চিকিৎসা করা যাবে তা নিয়ে ট্রায়াল শুরু হয়েছে।


স্মার্টফোন ইকোকার্ডিওগ্রাফি

২০১৫ সালে স্মার্টফোন দিয়ে আলট্রাসোনো করা আরম্ভ হয়েছিল। এবছর আরেক ধাপ এগিয়ে স্মার্টফোন ইকোকার্ডিওগ্রাফি করা শুরু হয়েছে। ২০১৬ সাল ছিল স্টেথোস্কোপ আবিস্কারের ২০০ বছর। এই দীর্ঘ সময় ধরে চিকিৎসকদের গলায় ঝুলানো স্টেথোস্কোপ ছিল চিকিৎসা কর্মে নিয়োজিত থাকার প্রতীক এবং রোগীদের আস্থার আশ্রয়। বুকের ভিতরের সবকিছু শোনা (এবং দেখার) জন্য বলা যায় স্টেথোস্কোপের চেয়ে এখন সত্যিকারের এক উন্নত প্রযুক্তি চিকিৎসকদের হাতে। অচিরেই স্টেথোস্কোপের পরিবর্তে চিকিৎসকদের গলায় স্মার্ট-ইকোফোন ঝুলতে থাকলে অবাক হওয়ার কিছু নেই।


পকেটে প্যাথলজি ল্যাবরেটরি

অনেক সংক্রামক রোগ দ্রুত শনাক্ত করার জন্য সুলভ ল্যাবরেটরি পরীক্ষার দরকার হয়। আজকাল এরজন্য গ্রামাঞ্চলে বহনযোগ্য ল্যাব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি ইম্পেরিয়াল কলেজ এমন এক ধরণের ডিসপোজেবল ইউএসবি মেমোরি স্টিক আবিস্কার করার ঘোষণা দিয়েছে যা এক ফোঁটা রক্ত থেকেই এইডস ভাইরাসের মাত্রা নির্ণয় করতে পারবে। মনে করা হচ্ছে অচিরেই এই ধরণের প্রযুক্তি আরও অনেক রকম জীবাণু সংক্রমণ নির্ণয় করতে পারবে। অর্থাৎ বলা যায় প্যাথলজি ল্যাবরেটরি এখন পকেটে বহনযোগ্য।


ক্যানসার হওয়ার প্রবণতা শনাক্ত করার জন্য জেনোমিকস

২০১৬ সালের মার্চ মাসে ভেরিতাস জেনেটিক্স কোম্পানি জানিয়েছে তারা মাত্র ৯৯৯ ডলারে পূর্ণ-জেনোম সিকোয়েন্সিং করবে। অনেকদিন যাবত ১০০০ ডলারে পূর্ণ-জেনোম সিকোয়েন্সিং করার আশা করা হচ্ছে। ভেরিতাস কোম্পানি সেই লক্ষ্য পূর্ণ করার প্রথম আশ্বাস দিল। যাদের পরিবারে ক্যানসার হওয়ার ইতিহাস আছে তারা সাধারণ জন্মসূত্রে এর জিন বহন করেন। এমন ৩০ রকমের জিন শনাক্ত করার পরীক্ষা করতে এখন খরচ পড়ে ২৪৯ ডলার। কয়েকটি কোম্পানি অন্য আরও কিছু ক্যানসার জিন সুলভে শনাক্ত করার ঘোষণা দিয়েছে। এরফলে ক্যানসার জিন শনাক্ত করার প্রক্রিয়া এখন সাধারণ মানুষের আর্থিক সক্ষমতার নাগালে চলে আসবে বলে মনে করা হচ্ছে।


মাইক্রোফ্লয়িড চিপস এবং এক ফোঁটা রক্ত

এক ফোঁটা রক্ত দিয়ে স্বল্প ব্যয়ে দ্রুত নির্ভুল প্যাথলজিকাল পরীক্ষা করার প্রতিশ্রুতি অনেক কোম্পানিই দিয়েছে। কিন্তু এতদিন তা বাস্তবায়িত হয়নি। তবে এ বছর জেনালাইট (Genalyte) কোম্পানি সম্ভবত অনেকদূর এগিয়েছে। তারা অনেক জটিল প্যাথলজিকাল পরীক্ষা মাইক্রোফ্লুয়িড প্রযুক্তির সাহায্যে সুলভে দ্রুত নির্ভুলভাবে করতে সক্ষম হয়েছে। অচিরেই এই প্রযুক্তির ব্যাপক প্রচলন হওয়ার সম্ভাবনা রয়েছে।


ব্যথা, ভয় এবং আছাড় খাওয়া প্রতিরোধে ভার্চুয়াল রিয়েলিটি

“ভার্চুয়াল রিয়েলিটি”(virtual reality) অবশেষে বাস্তবে রূপ লাভ করছে। ২০১৪ সালে “ফেসবুক”-এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ যখন “অকুলাস রিফট” কিনলেন, সেদিন সকলেই বুঝে নিয়েছিল ভার্চুয়াল রিয়েলিটি বাস্তব হতে যাচ্ছে। কিন্তু এটা যে ক্রমশ চিকিৎসা জগতেও প্রবেশ করবে এমন ধারণা কারও ছিল না। বাস্তবে দেখা যাচ্ছে কম্পিউটার গেমস-এর জগত থেকে ভার্চুয়াল রিয়েলিটি এখন চিকিৎসা জগতেও ছড়িয়ে পড়ছে। এ বছর “Lancet”-এ প্রকাশিত একটি পর্যবেক্ষণের ফলাফলে দেখা যাচ্ছে আছাড় খাওয়ার প্রবণতা প্রতিরোধে ভার্চুয়াল রিয়েলিটি বিশেষ ভূমিকা রাখতে পারে। এছাড়া ব্যথা কমানো, ফোবিয়া দূর করা এবং পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার চিকিৎসায় ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করা যাবে। চিকিৎসা ছাড়া মেডিক্যাল শিক্ষার ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটি বড় রকমের পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। অবস্থাদৃষ্টে এখন ভার্চুয়াল রিয়েলিটির সম্ভাবনা সত্যিই আমাদের কল্পনার ক্ষমতা ছাড়িয়ে যাবে বলে মনে হচ্ছে।     



References

  1. Jha S, Topol EJ. Adapting to artificial intelligence radiologists and pathologists as information specialists. JAMA. 2016 Nov 29. [Epub ahead of print]
  2. Lanman RB, Mortimer SA, Zill OA, et al. Analytical and clinical validation of a digital sequencing panel for quantitative, highly accurate evaluation of cell-free circulating tumor DNA. PLoS One. 2015; 10:e0140712.
  3. Cyranoski D. CRISPR gene-editing tested in a person for the first time. Nature. 2016;539:479.
  4. DeWitt MA, Magis W, Bray NL, et al. Selection-free genome editing of the sickle mutation in human adult hematopoietic stem/progenitor cells. Sci Transl Med. 2016;8:360ra134.
  5. Radin JM, Topol EJ, Andersen KG, Steinhubl SR. A laboratory in your pocket. Lancet. 2016;388:1875.
  6. Mirelman A, Rochester L, Maidan I, et al. Addition of a non-immersive virtual reality component to treadmill training to reduce fall risk in older adults (V-TIME): a randomised controlled trial. Lancet. 2016;388:1170-1182.