হাইব্রিড ক্লোজড লুপ ইনসুলিন ডেলিভারি সিস্টেম
এটাকে বোলা হচ্ছে পৃথিবীর প্রথম প্রকৃত কৃত্রিম
অগ্নাশয় বা প্যানক্রিয়াস। হাইব্রিড ক্লোজড লুপ ইনসুলিন ডেলিভারি সিস্টেম(Hybrid
Closed-Loop Insulin Delivery System) টাইপ ১ ডায়াবেটিস মেলিটাসের চিকিৎসাকে আগের চেয়ে
অনেক সহজ এবং নিখুঁত করে তুলেছে। ২০১৬ সালের শেষের দিকে মার্কিন খাদ্য এবং ওষুধ প্রশাসন
এটার বাণিজ্যিক ব্যবহারের অনুমতি দিয়েছিলো। এই যন্ত্রটির সুবিধা হচ্ছে একই সময়ে এটা
রক্তের গ্লুকোজের মাত্রা নির্ণয় করতে পারে এবং প্রয়োজন অনুসারে ইনসুলিন নিঃসরণ করতে
পারে। আগের যন্ত্রটি ছিল ওপেন লুপ ধরণের। অর্থাৎ প্রথমে রক্তের গ্লুকোজের মাত্রা নির্ধারণ
করতে হতো এবং রোগীকে হিসেব অনুসারে ইনসুলিন ইনজেকশন করে নিতে হতো। কিন্তু হাইব্রিড
ক্লোজড লুপ ইনসুলিন ডেলিভারি সিস্টেম আগের যন্ত্রের চেয়ে অনেক বেশী উপযোগী এবং দক্ষ।
এই বছর এর কার্যক্ষমতা আরও বেড়েছে। ২০১৮ সালে এর চাহিদা ব্যাপকভাবে বাড়ার আশা করা হচ্ছে
। অনেকে আশা করছেন একই ভাবে টাইপ ২ ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্যও শিগগীরই হয়তো হাইব্রিড
ক্লোজড লুপ ইনসুলিন ডেলিভারি সিস্টেম বাজারে আসবে।
তথ্যসূত্রঃ
· Cleveland Clinic News Releases; October
25, 2017.
· FDA Approves First 'Artificial Pancreas' for Type 1
Diabetes - Medscape - Sep 28, 2016.