শরীর ও মন নিয়ে লেখালেখি

Tuesday, 14 November 2017

ইকোপিক্সেলঃ নতুন 3D মেডিক্যাল ইমেজিং




ইকোপিক্সেলঃ নতুন 3D মেডিক্যাল ইমেজিং

3D মেডিক্যাল ইমেজিং নতুন না হলেও, ২০১৭ সালে ইকোপিক্সেল নিয়ে এসেছে উন্নততর প্রযুক্তি। ইকোপিক্সেল সিটি স্ক্যান এবং এম আর আই স্ক্যান থেকে সংগৃহীত তথ্য নিয়ে 3D হলোগ্রাফিক ইমেজ তৈরি করে যা ভার্চুয়াল রিয়েলিটি সৃষ্টি করে। আশা করা হচ্ছে ইকোপিক্সেল চিকিৎসা শিক্ষা, শল্য কর্ম এবং আরও অনেক ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব হবে। যেমনঃ মানবদেহের অ্যানাটমি শেখার জন্য ইকোপিক্সেল অনন্য ভূমিকা পালন করবে। ইকোপিক্সেলের সাহায্যে হলোগ্রাফিক ইমেজের মাধ্যমে মানবদেহের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ মেডিক্যাল স্টুডেন্টদের দেখান সম্ভব হবে। এর আগে অন্য কোন উপায়ে এত উন্নতমানের সিমুলেসন ব্যবহার করা সম্ভব হয়নি।  

তথ্যসূত্রঃ


·      Beth W. Orenstein. Virtual Radiology: New Viewing Platform Creates Interactive Medical Imaging Holograms. Radiology Today. 17(12): 14.

Friday, 3 November 2017

নাক ডাকা বন্ধ করার পেস-মেকার




নাক ডাকা বন্ধ করার পেস-মেকার

ঘুমের ঘোরে অনেকরই নাক ডাকে। অনেক সময় ঘুমের মধ্যে এদের শ্বাসক্রিয়া সাময়িক বন্ধও হয়ে যায় কিংবা স্লিপ অ্যাপনিয়া হয়ে থাকে। স্লিপ অ্যাপনিয়ার জটিলতা হিসেবে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক ইত্যাদি গুরুতর সমস্যা হতে পারে। স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসার জন্য অবিরাম পজিটিভ এয়ারওয়ে প্রেশার ডিভাইস (continuous positive airway pressure device - CPAP) ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু দেখা যায় প্রতি ৫ জন রোগীর মধ্যে ২ জন রোগীই CPAP ব্যবহার করতে স্বচ্ছন্দ বোধ করেন না।
সম্প্রতি একটি ইমপ্ল্যান্ট ডিভাইস তৈরি করা হয়েছে যা শ্বাসনালীর পেশীসমূহকে এমনভাবে উদ্দীপিত করে যেন ঘুমের ঘোরে শ্বাস বন্ধ না হয়ে নির্বিঘ্নে চলতে পারে। ডিভাইসটি পরিধানযোগ্য রিমোট কন্ট্রোলের মাধ্যমে চলে। বলা যায় এটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়ার পেস-মেকার। এটি আসলে ২০১৪ সালে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমতি পেয়েছে। কিন্তু বর্তমানে এটার বাণিজ্যিক ব্যবহার শুরু  হয়েছে। নিউরো-মডুলেশনের এমন কৌশলী প্রয়োগের ফলে আশা করা হচ্ছে ভবিষ্যতে অপ্রিয় CPAP চিকিৎসা ছাড়াই নাক ডাকা এবং স্লিপ অ্যাপনিয়ার অনেক রোগীর সুচিকিৎসা করা সম্ভব হবে।

তথ্যসূত্রঃ
·      Cleveland Clinic News Releases; October 25, 2017.

·      Strollo PJ Jr et al. Upper-airway stimulation for obstructive sleep apnea. 2014 Jan 9;370(2):139-49.