শরীর ও মন নিয়ে লেখালেখি

Tuesday 14 November 2017

ইকোপিক্সেলঃ নতুন 3D মেডিক্যাল ইমেজিং




ইকোপিক্সেলঃ নতুন 3D মেডিক্যাল ইমেজিং

3D মেডিক্যাল ইমেজিং নতুন না হলেও, ২০১৭ সালে ইকোপিক্সেল নিয়ে এসেছে উন্নততর প্রযুক্তি। ইকোপিক্সেল সিটি স্ক্যান এবং এম আর আই স্ক্যান থেকে সংগৃহীত তথ্য নিয়ে 3D হলোগ্রাফিক ইমেজ তৈরি করে যা ভার্চুয়াল রিয়েলিটি সৃষ্টি করে। আশা করা হচ্ছে ইকোপিক্সেল চিকিৎসা শিক্ষা, শল্য কর্ম এবং আরও অনেক ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব হবে। যেমনঃ মানবদেহের অ্যানাটমি শেখার জন্য ইকোপিক্সেল অনন্য ভূমিকা পালন করবে। ইকোপিক্সেলের সাহায্যে হলোগ্রাফিক ইমেজের মাধ্যমে মানবদেহের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ মেডিক্যাল স্টুডেন্টদের দেখান সম্ভব হবে। এর আগে অন্য কোন উপায়ে এত উন্নতমানের সিমুলেসন ব্যবহার করা সম্ভব হয়নি।  

তথ্যসূত্রঃ


·      Beth W. Orenstein. Virtual Radiology: New Viewing Platform Creates Interactive Medical Imaging Holograms. Radiology Today. 17(12): 14.

No comments:

Post a Comment