শরীর ও মন নিয়ে লেখালেখি

Friday, 1 March 2013

মোবাইল ফোনে ম্যালেরিয়া

সম্প্রতি বান্দরবন পার্বত্য জেলায় মোবাইল ফোনের সেবা পৌঁছে যাওয়ার ফলে ম্যালেরিয়া রোগ শনাক্ত করা অনেক সহজ হয়েছে। বিগত ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত স্বাস্থ্য কর্মীরা ম্যালেরিয়া সন্দেহ করার সংবাদ জানানোর জন্য ৯৮৫ টি মোবাইল কল পেয়েছেন। এর ওপর ভিত্তি করে তারা ১০৪৬ জনের রক্ত সংগ্রহ করেন। এদের মধ্যে ২৬৫ জনের রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া যায়। গবেষকদের ধারণা পাহাড়ি জঙ্গলে ম্যালেরিয়ার সন্ধান জানানোর জন্য মোবাইল ফোন খুবই কার্যকরী। মোবাইল ফোন ছাড়া তাদের পক্ষে এত দ্রুত খুব প্রাথমিক পর্যায়ে এত ম্যালেরিয়ার রোগী শনাক্ত করা সম্ভব হতো না। আধুনিক প্রযুক্তি, স্থানীয় অভিজ্ঞদের সহায়তা এবং মাঠকর্মীদের সহযোগিতার মাধ্যমে শুধু ম্যালেরিয়া নয় আরও অনেক রোগই প্রাথমিক পর্যায়ে শনাক্ত এবং চিকিৎসা করা সম্ভব বলে বিশেষজ্ঞগণ মনে করছেন।   
তথ্যসূত্রঃ 
Prue CS, Shannon KL, Khyang J, Edwards LJ, Ahmed S, Ram M, Shields T, Hossain MS, Glass GE, Nyunt MM, Sack DA, Sullivan DJ Jr, Khan WA. Mobile phones improve case detection and management of malaria in rural Bangladesh. Malar J. 2013 Feb 4; 12:48. 


No comments:

Post a Comment