শরীর ও মন নিয়ে লেখালেখি

Thursday, 23 July 2015

সোশ্যাল মিডিয়া এবং স্বাস্থ্য সচেতনতা

সোশ্যাল মিডিয়াসমূহ স্বাস্থ্য সচেতনতা এবং রোগ প্রতিরোধে দিন দিন আরও বেশী ভূমিকা রাখছে। সম্প্রতি মার্স-করোনা ভাইরাস,এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এবোলা সংক্রমণের ক্ষেত্রে সামাজিক মাধ্যমগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মজার ব্যাপার হচ্ছে টুইটারের টুইটসমূহ বিশ্লেষণ করে অনেক রোগের প্রাদুর্ভাব সম্পর্কেও আগাম সন্ধান জানা যাচ্ছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র (U.S. Centers for Disease Control and Preventionসোশ্যাল মিডিয়ার মাধ্যমে রোগ সম্পর্কে অগ্রিম আভাস জানার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে। এমনকি সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে “হাত ধোয়ার” গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য চীনও তাদের সামাজিক মাধ্যমসমূহ ব্যবহার করছে।

তথ্যসূত্রঃ 
  1. Fung IC-H, Hao Y, Cai J, Ying Y, Schaible BJ, Yu CM, et al. (2015) Chinese Social Media Reaction to Information about 42 Notifiable Infectious Diseases. PLoS ONE 10(5): e0126092. doi:10.1371/journal.pone.0126092
  2. Fung IC, Tse ZT, Cheung CN, Miu AS, Fu KW. Ebola and the social media. Lancet. 2014 Dec 20;384(9961):2207. PubMed PMID: 25625391. Epub 2015/01/28.


No comments:

Post a Comment