শরীর ও মন নিয়ে লেখালেখি

Wednesday 2 November 2016

অ্যালকোহলে মেয়েরা আর পিছিয়ে নেই



পশ্চিমা দেশগুলিতে মেয়েরা পুরুষদের মতোই অ্যালকোহল পান করতে শুরু করেছেন ৷ ফলে এতদিন মদ্যপানে নারী-পুরুষের যে ব্যবধান ছিল, তার অবসান হচ্ছে। গত শতাব্দীর মাঝামাঝিতে পুরুষরা মহিলাদের চেয়ে গড়ে প্রায় দ্বিগুণ মদ্যপান করতেন ৷ কিন্তু মহিলারা প্রতি দশকে ছয় শতাংশ করে এগিয়ে পুরুষদের প্রায় ধরে ফেলেছেন, এমনকি কোনো কোনো ক্ষেত্রে মদ্যপানে পুরুষদের পিছনে ফেলে দিয়েছেন৷
সম্প্রতি ব্রিটিশ মেডিক্যাল জার্নালে এই পর্যবেক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে ৷ জরিপের তথ্য এসেছে ৬৮টি সমীক্ষা থেকে ৷ ১৯৪৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউরোপ ও উত্তর আমেরিকায় প্রায় ৪০ লাখ মানুষের মদ্যপানের অভ্যাস নিয়ে সমীক্ষা সম্পন্ন হয় ৷ গবেষকদের নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েল্স ইউনিভার্সিটির ন্যাশনাল ড্রাগ অ্যান্ড অ্যালকোহল রিসার্চ সেন্টারের টিম স্লেড ৷
মদ্যপান ও মদ্যপান সংক্রান্ত অসুখবিসুখ চিরকাল পুরুষদের বিষয় বলে গণ্য হয়ে এসেছে৷ কিন্তু বর্তমান সমীক্ষা থেকে দেখা যাচ্ছে যে, কমবয়সি মহিলারাই মদ্যপান কমানো অভিযানের লক্ষ্য হওয়া উচিৎ ৷

পুরুষরা যে মহিলাদের চেয়ে কম মদ্যপান করে থাকেন এবং সেই ব্যবধান যে এখন কমে আসছে, তার অর্থ এই নয় যে, পুরুষরা কম মদ্যপান করছেন ৷ বরং মহিলাদের বেশি মদ্যপান করাই এই ব্যবধান কমে আসার কারণ ৷ অবশ্য এশিয়া মহাদেশে মদ্যপান সাধারণভাবে কম। এখানে মদ্যপানে স্ত্রী-পুরুষের মধ্যে ব্যবধান এখনও বর্তমান ৷ অন্যদিকে সারা বিশ্বে অ্যালকোহল সেবন বিস্তার ও পরিমাণ, উভয় বিচারেই বেড়ে চলেছে ৷

No comments:

Post a Comment