শিল্পী হার্ভি বল ১৯৬৩ সালে প্রথম “স্মাইলি” আইকনটি তৈরি করেছিলেন। এটা খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করলে তিনি “হাসি দিবস” প্রচলন করেন।প্রতি বছর অক্টোবর মাসের প্রথম শুক্রবার হাসি দিবস হিসেবে পালিত
হয়। হার্ভির স্মাইলি আইকনটির কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই, নেই কোন ভৌগোলিক কিংবা
ধর্মীয় গণ্ডি।তার উদ্দেশ্য ছিল মানুষকে মহৎ কাজে অংশগ্রহণ করতে অনুপ্রানিত করা, বন্ধুত্বকে উৎসাহিত করা;নিজে হাসা এবং অপরকে হাসতে উদ্বুদ্ধ করা।
হাসি সম্পর্কে কয়েকটি মজার তথ্যঃ
• হাসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে
• হাসি মানসিক চাপ লাঘবে সাহায্য করে
• ভ্রু কোঁচকানোর চেয়ে হাসা সহজ
• হাসার জন্য মুখমন্ডলের ৫ থেকে ৫৩ টি পেশী কাজ করে
• শিশু জন্ম থেকেই হাসতে পারে
• মোট ১৯ রকমের হাসি আছে।
• দুনিয়াতে শত শত রকমের ভাষা আছে। কিন্তু শুধু হাসি দিয়েই সব ভাষাতে কথা বলা
যায়।
No comments:
Post a Comment