আজকাল
আমরা সবক্ষেত্রেই ইলেকট্রনিক কিংবা ডিজিটাল জিনিস পছন্দ করি। ধূমপান শরীরের জন্য ক্ষতিকর। দিনে দিনে এর বিরুদ্ধে প্রচারণা বেশ তীব্র হয়ে উঠেছে। কিন্তু সিগারেটের ব্যবসা বড়ই লাভজনক। অতএব নতুন কলাকৌশলের উদ্ভাবনা। বাজারে এসেছে “অ্যানালগ” সিগারেটের পরিবর্তে ই-সিগারেট। বলা হল যারা ধূমপান ছেড়ে দিতে চান, তাদের আর ভাবতে হবে না। চিরতরে ধূমপান ছাড়ার আগে কয়েকদিন ই-সিগারেট পান করলে ধূমপান ছাড়া কোন ব্যাপারই নয়।ব্যবসায়ীদের এমন প্রচারণায় আস্থা রেখে অনেকেই ধূমপান ছাড়ার আশায় ই-সিগারেট ধরেছেন। কিন্তু ই-সিগারেট আর তাদের ছাড়ছে না। সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা যাচ্ছে ই-সিগারেট ধূমপান ছাড়তে কোন সহায়তা তো করেই না; বরং যারা ই-সিগারেট পান করছেন তাদের ধূমপান ছাড়ার সম্ভাবনা স্বাভাবিকের চেয়ে ২৮% কম।অথচ ই-সিগারেটের
ক্ষেত্রে ধূমপানের প্রচলিত আইন প্রযোজ্য নয়। অর্থাৎ ধূমপান নিষিদ্ধ এলাকাতেও যে
কেউ ই-সিগারেট পান করতে পারে। এজন্য এখন সকলেই মনে করছেন ধূমপানের জন্য প্রচলিত সব
ধরণের নিষেধাজ্ঞা ই-সিগারেটের জন্যও প্রযোজ্য হওয়া উচিত।
তথ্যসূত্রঃ Kalkhoran S, Glantz SA. E-cigarettes and smoking
cessation in real-world and clinical settings: a systematic review and
meta-analysis. Lancet Respir Med 2016; published online
Jan 14.
No comments:
Post a Comment