হেপাটাইটিস বি ভ্যাকসিন
নেওয়ার ৩০ বছর পরে বুস্টার ডোজের আর দরকার নেই। দুনিয়াজুড়ে সার্বজনীন টীকা দানের সাফল্য
সম্পর্কে আমরা সকলেই জানি।কিন্তু হেপাটাইটিস বি ভ্যাকসিন দিলে প্রতিরোধ ক্ষমতা কতদিন কার্যকর থাকে সে সম্পর্কে তেমন বিস্তারিত
তথ্য জানা যায় না। মূলত
এতদিন হেপাটাইটিস বি ভ্যাকসিনের
কার্যকারীতা ২২ বছর পর্যন্ত জানা ছিল। সম্প্রতি মার্কিন রোগ প্রতিরোধ কেন্দ্রের
গবেষকদল আর্কটিক গবেষণা প্রকল্পের মাধ্যমে আলাস্কার ১৫৭৮ জন অধিবাসীর ওপর ৩০ বছর
পর্যবেক্ষণের ফলাফল জানিয়েছেন। ১৯৮১ সালে হেপাটাইটিস বি ভ্যাকসিন শুরু হওয়ার পরেই তাদের টীকা
দেওয়া হয়েছিল। এরপর ১১ বছর ধরে প্রতিবছর ধরে হেপাটাইটিস বি ভ্যাকসিনের বিরুদ্ধে কেমন অ্যান্টিবডি তৈরি
হচ্ছে তা পরীক্ষা করে দেখা হয়েছে। পরবর্তীতে ১৫ এবং ২২ বছরের মাথায় আবার তা
পরীক্ষা করা হয়েছে। ২২ বছর পরেও ৬০% অংশগ্রহণকারীদের মধ্যে সুরক্ষাকারী মাত্রার
অ্যান্টিবডির অস্তিত্ব দেখা গিয়েছে।আর বুস্টার ডোজ যারা নিয়েছেন তাদের হিসেবে ধরলে
৯৩%। কিন্তু কারও নতুন করে হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমিত হয়নি।নতুন ফলাফলে তাদের
মধ্য থেকেই ৪৩৫ জনের রক্ত ৩০ বছর পরে পরীক্ষা করা হয়েছে। সার্বিক বিচারে দেখা
যাচ্ছে যাদের প্রাথমিক পর্যায়ে ভ্যাকসিন নেওয়ার পরে যথাযথ অ্যান্টিবডি তৈরি হয়েছে ৩০
বছর পরেও তাদের মধ্যে ৯০% টীকা গ্রহণকারীর রক্তে প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট রয়েছে।
এজন্য গবেষকগন মনে করছেন হেপাটাইটিস বি ভ্যাকসিন নেওয়ার অন্তত ৩০ বছর পরেও বুস্টার
ডোজ নেওয়ার তেমন কোন গুরুত্ব নেই। উল্লেখ্য ১৯৮২ সাল থেকে হেপাটাইটিস বি ভ্যাকসিন
ব্যবহার শুরু হয়েছে। তবে ১৯৯২ সাল থেকে রিকমবিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ভ্যাকসিন তৈরি
শুরু হয়। ২০১৪ সাল নাগাদ ১৮৪টি দেশের সম্প্রসারিত টীকাদান কর্মসূচীতে হেপাটাইটিস
বি ভ্যাকসিন অন্তর্ভুক্ত হয়েছে এবং অন্তত শতকরা ৮২জন শিশুকে এই টীকা দেওয়া
হয়েছে।
তথ্যসূত্রঃ Bruce MG,
Bruden D, Hurlburt D, Zanis C, Thompson G, Rea L, et al. Antibody Levels and
Protection after Hepatitis B Vaccine: Results of a 30-Year Follow-up Study and
Response to a Booster Dose. Journal of Infectious Diseases. January 21,
2016.
No comments:
Post a Comment