শরীর ও মন নিয়ে লেখালেখি

Wednesday 11 December 2013

ডিমেনসিয়া বাড়ছে

অনেক সময় মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য ভুলে যাওয়া ভালো। কিন্তু ভুলে যাওয়া যখন সত্যি সত্যি রোগ হিসেবে দেখা দেয়, তখন সেটা চিন্তার বিষয় বটে। অনুমান করা হচ্ছে পৃথিবীতে প্রায় সাড়ে চার কোটি মানুষ ডিমেনসিয়ায় ভুগছে। অর্থাৎ তারা বুদ্ধিভ্রংশ, ভুলোমনা বা তাদের কিছু মনে থাকে না। তারা স্বাভাবিক দৈনন্দিন কাজ কর্ম করতে পারেনা, ব্যক্তিত্বের পরিবর্তন ঘটে, সামাজিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়,এমনকি তাদের নিজের যত্ন নেয়ার ক্ষমতাও থাকে না এবং আরও অনেক রকম শারীরিক এবং স্নায়বিক সমস্যায় ভুগে থাকে। এদের সংখ্যা ক্রমেই বাড়ছে। আগামী ২০৩০ সাল নাগাদ পৃথিবীতে ডিমেন্সিয়ার রোগীর সংখ্যা হবে প্রায় সাড়ে সাত কোটিআর ২০৫০ সালে এ সংখ্যা হবে সাড়ে তের কোটি অর্থাৎ পুরো এক বাংলাদেশের জনসংখ্যার চেয়েও বেশী। অনেকের মনেই আশঙ্কা এত বুদ্ধিভ্রংশ মানুষের সেবাযত্নের ব্যবস্থা কিভাবে হবে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এখন পর্যন্ত ১৯৩ টি দেশের মধ্যে মাত্র ১৩ টি দেশে বুদ্ধিভ্রংশ রোগীদের চিকিৎসার কিছু ব্যবস্থা আছেকিন্তু দুনিয়াজুড়ে যেভাবে ভুলোদের সংখ্যা বাড়ছে তাতে শীগগিরই ব্যবস্থা না নিলে সমস্যা জটিল আকার ধারণ করবে।  

No comments:

Post a Comment