- ২০১৩ সালে দুনিয়াজুড়ে ৩৮২ মিলিয়ন মানুষ ডায়াবেটিস আক্রান্ত। ধারণা করা হচ্ছে ২০৩৫ সাল নাগাদ এ সংখ্যা ৫৯২ মিলিয়নে উন্নীত হবে।
- প্রতি পাঁচ জন ডায়াবেটিস রোগীর মধ্যে চার জন নিম্ন এবং মধ্যম আয়ের দেশে বাস করে।
- বেশীরভাগ ডায়াবেটিস রোগীর বয়স ৪০ থেকে ৫৯ বছর।
- দক্ষিণ-পূর্ব এশিয়ার ডায়াবেটিস রোগীদের অর্ধেকেরই রোগ শনাক্ত করা হয় না।
- বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সীদের মধ্যে ডায়াবেটিসের হার ৬.৩% এবং মোট ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৫১ লাখ।
- ডায়াবেটিস রোগীদের চিকিৎসার জন্য উত্তর আমেরিকা এবং ক্যারিবিয় দেশসমূহ ২৬৩ বিলিয়ন ডলার খরচ করে। এটা ডায়াবেটিসের পেছনে সারা দুনিয়ার ব্যয়ের প্রায় অর্ধেক। অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার খরচ মাত্র ৬ বিলিয়ন ডলার যা সারা দুনিয়ার ডায়াবেটিসের চিকিৎসার জন্য মোট ব্যয়ের এক শতাংশেরও কম।
তথ্যসূত্রঃ www.idf.org/diabetesatlas
No comments:
Post a Comment