দেখা যাচ্ছে ৪৫ বছরের কম বয়সী মহিলাদের টাইপ-২ ডায়াবেটিস মেলিটাস থাকলে তাদের রজঃনিবৃত্তি সাধারণত আগে হয়ে যায়। সম্প্রতি ল্যাটিন আমেরিকার ১১ টি দেশে প্রায় ৬০০০ মহিলার উপর পরিচালিত গবেষণার ফলাফলে দেখা যাচ্ছে ডায়াবেটিস আক্রান্ত মহিলাদের রজঃনিবৃত্তি হয়েছে গড়ে ৪৮ বছর বয়সে। কিন্তু যাদের ডায়াবেটিস নেই তাদের রজঃনিবৃত্তি হয়েছে ৫০ বছর বয়সে।
মজার ব্যাপার হচ্ছে ৪৫ বছর বয়স পেরিয়ে গেলে ডায়াবেটিস আর রজঃনিবৃত্তির উপর কোন প্রভাব ফেলতে পারে না। আর রজঃনিবৃত্তি হওয়ার সঙ্গে ডায়াবেটিস হওয়ারও কোন সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি। গবেষকগণ মনে করছেন ডায়াবেটিস থাকলে প্রজনন তন্ত্রের ওপর কোন প্রভাবের কারণে দ্রুত রজঃনিবৃত্তি ঘটে। কিন্তু এর আসল রহস্য কি সেটা তারা এখনও বুঝে উঠতে পারছেন না।
তথ্যসূত্রঃ
Monterrosa-Castro A, Blumel JE, Portela-Buelvas K, Mezones-Holguin E, Baron G, Bencosme A, et al. Type II diabetes mellitus and menopause: a multinational study. Climacteric : the journal of the International Menopause Society. 2013 Dec;16(6):663-72.
No comments:
Post a Comment