শরীর ও মন নিয়ে লেখালেখি

Saturday, 1 February 2014

মোটা মানুষদের সংখ্যা বাড়ছে

স্থূলকায় মানুষের সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে। নানারকম ক্রনিক ব্যাধি বাড়ার পিছনেও মেদ-ভুড়ি হওয়া একটা বড় কারণ। মার্কিন যুক্তরাষ্ট্রের এক হিসেবে দেখানো হচ্ছে ২০২৩ সাল নাগাদ শুধুমাত্র স্থূলকায়তার জন্য সৃষ্ট বিভিন্ন ক্রনিক রোগ ব্যাধির পিছনে বছরে ৪.২ ট্রিলিয়ন ডলার খরচ হবে।


মোটা মানুষদের তালিকার শীর্ষে রয়েছে ট্রাক ড্রাইভারগণ। আর সবচেয়ে চিকন-পাতলা চিকিৎসকগণ। 

No comments:

Post a Comment