শরীর ও মন নিয়ে লেখালেখি

Saturday 1 February 2014

দাবানল কেন হয়?

কয়েকদিন ধরে মেলবোর্নের তাপমাত্রা চরমে। ভিক্টোরিয়ার অনেক জায়গায় দাবানল। প্রাকৃতিক কারণে অস্ট্রেলিয়ায় সারা বছর জুড়েই দাবানল হওয়ার আশঙ্কা থাকে। গ্রীষ্ম আসলে সে সম্ভাবনা আরও বেড়ে যায়। এক সময় অস্ট্রেলিয়ার ইউক্যালিপটাস তেলের দুনিয়া জুড়ে খুব কদর ছিল। নানারকম আধুনিক ব্যাথার ওষুধ আসার ফলে এখন এটা গুরুত্ব হারিয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার বনজ সম্পদের সিংহ ভাগ জুড়ে আছে অসংখ্য ইউক্যালিপটাস গোত্রের নানারকমের গাছ। কেউ ব্যবহার করুক বা নাই করুক এখনও গাছে গাছে জমে থাকে ইউক্যালিপটাস তেল- আর তার সুবাসে মৌ মৌ করে চারদিক। আপন মাংসে যেমন হরিণা বৈরী ; তেমন আপন তেলে ইউক্যালিপটাস। তাপমাত্রা একটু বাড়লে কিংবা আশে-পাশে কোন কারণে একটু আধটু আগুণের পরশ পেলেই দাউ দাউ করে জ্বলে ওঠে বনের পর বন। সৃষ্টি হয় দাবানল। আমাদের বাংলাদেশে যেমন প্রতি বছর বন্যা হয়;এদের তেমন দাবানল। বন্যার পরে পলি জমার ফলে ফসল ভালো হয়। দাবানল না হলে ইউক্যালিপটাস গাছের বংশ বিস্তৃতি হয় না। হাজার হাজার বছর ধরে ইউক্যালিপটাসসহ আরও অনেক এই জাতীয় গাছ আগুণে পুড়েই  রেখে গিয়েছে তার বংশের অস্তিত্ব । এভাবেই প্রকৃতি তার ভারসাম্য বজায় রাখে। তখন মানুষের বসবাস কম ছিল। তাই দাবানল কোন খবর হতো না। এখন প্রতি মুহূর্তে  নিউজ আপডেট। প্রকৃতির সঙ্গে মানুষের বাঁচার লড়াই। কোথাও বন্যা; কোথাও তুষারপাত; কোথাও প্রচণ্ড খরা। এখানে আগুনের লেলিহান শিখা।    

No comments:

Post a Comment