শরীর ও মন নিয়ে লেখালেখি

Monday, 30 May 2016

নিজের কম্বল নিজে নিয়ে নিন


নিজের কম্বল নিজে নিয়ে নিন

ইন্টারসিটি ট্রেনে এক ভদ্রলোক আর এক ভদ্রমহিলা একই কম্পার্টমেন্টে জায়গা পেয়েছেন। দুজনে খুব ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যেই তারা ঘুমিয়ে পড়লেন। ভদ্রলোক উপরের বার্থে আর ভদ্রমহিলা নীচের বার্থে।
মাঝরাতে হঠাৎ ভদ্রলোকের ঘুম ভেঙ্গে গেল। তিনি একটু ইতস্তত করে ভদ্রমহিলাকে ঘুম থেকে জাগিয়ে বললেন, “দেখুন কিছু মনে করবেন না; আমার খুব ঠান্ডা লাগছে। আপনি কি দয়া করে আমার সুটকেস থেকে কম্বলটা বের করে আমাকে দেবেন?”
ভদ্রমহিলা উত্তরে বললেন “আমার একটা ভালো আইডিয়া আছে। আজকের রাতের জন্য মনে করি না আমরা স্বামী আর স্ত্রী?”
ভদ্রলোক খুব অবাক হলেও মনে মনে খুশি হয়ে বললেন “তাই নাকি? দারুণ আইডিয়া!! তাহলে এখন আমাকে কি করতে হবে?”

“তেমন কিছুই না। উঠুন আর নিজের কম্বল নিজে নিয়ে নিন”।


No comments:

Post a Comment