শরীর ও মন নিয়ে লেখালেখি

Thursday 25 February 2016

মোবাইল ফোন এবং পুরুষের বীর্য

সন্তান না হওয়ার পেছনে অন্তত ৩০ থেকে ৪০ শতাংশ ক্ষেত্রে পুরুষের সমস্যা দেখা যায়। কোন কোন পর্যবেক্ষণে দেখা যাচ্ছে দিনে দিনে পুরুষের বীর্যের মান কমে যাচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে তার তেমন কোন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। সন্দেহের তালিকায় অনেক কিছুই আছে। তবে অনেকে ইদানীং মোবাইল ফোন থেকে নিঃসৃত ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে দায়ী করছেন। এটা সঠিক কিনা তা এখনও বোঝা যাচ্ছে না। তবে সম্প্রতি ইসরাইলের ১০৬ জন পুরুষের বীর্য পরীক্ষা করে গবেষকগণ একটি ফলাফল দিয়েছেন। বলা হচ্ছে এদের মধ্যে যারা দিনে এক ঘণ্টার বেশী সময় মোবাইল ফোনে কথা বলে থাকেন আর কোমরের ৫০ সেন্টিমিটারের মধ্যেই যাদের ফোন রাখা থাকে তাদের শতকরা ৪৭ জনের বীর্যে শুক্রাণুর ঘনত্ব কম। মোবাইল ফোন চার্জ দেওয়া অবস্থায় যারা কথা বলেনতাদের বীর্যে শুক্রাণুর পরিমাণ আরও কম। অবশ্য গবেষকগণ মোবাইল ফোনকে সরাসরি পুরুষের বীর্যহীনতার জন্য দায়ী করেননি। কিন্তু তারা এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং মোবাইল ফোনের ব্যবহারের সঙ্গে পুরুষের বীর্যের এমন সর্বনাশের আসলেই কোন কারণ আছে কিনা, তা বড় আকারে পর্যবেক্ষণ করার সুপারিশ করেছেন।


তথ্যসুত্রঃ Zilberlicht A, Wiener-Megnazi Z, Sheinfeld Y, Grach B, Lahav-Baratz S, Dirnfeld M. Habits of cell phone usage and sperm quality - does it warrant attention? Reproductive biomedicine online. 2015;31(3):421-6.

No comments:

Post a Comment