ইউনাইটেড কিংডমের
সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য রাণী দ্বিতীয় এলিজাবেথ তাঁর জীবনের নব্বই বসন্ত পার
করেছেন। তিনি অস্ট্রেলিয়ারও রাণী। আজ রাণীর জন্মদিন
উপলক্ষ্যে অস্ট্রেলিয়ায় সরকারী ছুটির দিন। যুক্তরাজ্যসহ কমনওয়েলথভুক্ত সকল দেশের
জনগণের নিকট নিজ গুণে রাণী একটি পরম শ্রদ্ধার আসন অর্জন করেছেন। যে উচ্ছ্বাস এবং
আবেগ নিয়ে সকলে এই ছুটির দিনটি উদযাপন করে তা আসলেই মন কেড়ে নেওয়ার মত।
মজার বিষয় হচ্ছে
রাণীর জন্মদিন কিন্তু দুটি। তার আসল জন্মতারিখ ২১ এপ্রিল। ওই দিনটি তিনি একান্ত
পারিবারিক পরিবেশে পালন করে থাকেন।আর সরকারীভাবে আজ ১৩ জুন তার জন্মদিন পালন করা
হচ্ছে । দ্বিতীয় কিং জর্জের সময় ১৭৪৮ সাল থেকে ব্রিটিশ রাজা-রাণীদের সরকারী
জন্মদিন এভাবে মে কিংবা জুন মাসে পালিত হয়ে আসছে।ভাল আবহাওয়ায় সরকারী
অনুষ্ঠান পালন করার সুবিধার জন্য মে-জুন
মাসের একটি দিন বেছে নেওয়া হয়।
এবারের সরকারী
সামরিক কুচকাওয়াজের অনুষ্ঠানে রাণীর উজ্জ্বল সবুজ পোশাকের উপস্থিতি খুবই দৃষ্টি আকর্ষণীয় ছিল।
No comments:
Post a Comment