শরীর ও মন নিয়ে লেখালেখি

Thursday, 9 June 2016

মেয়েদের মেদভুঁড়ি বাড়ছে।


বয়স বাড়লে পুরুষ কিংবা মহিলা যে কারও ওজনও বাড়ে কিন্তু মার্কিন রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র নতুন হিসেব প্রকাশ করে বলছে যে, মেয়েদের মেদভুঁড়ি আগের চেয়ে বেশী বেড়েছে ২০০৫ সালের তুলনায় ২০১৪ সালে মহিলাদের মোটা হওয়ার হার পুরুষদের চেয়ে বেড়ে গিয়েছে বর্তমানে ৪০ শতাংশ মহিলা স্থূলকায় আর পুরুষদের মধ্যে হার ৩৫ শতাংশ সম্প্রতি জার্নাল অব আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনে এই ফলাফল প্রকাশিত হয়েছে

এর আগে ১৯৮০ সালের তুলনায় ২০০০ সালে সকলের ওজন বেড়ে যাওয়ার প্রমাণ মিলেছিল ওই সময়ে প্রতি তিনজনে একজন মোটা বা স্থূলকায় ছিলেন এর ফলে মেদভুঁড়ি আমেরিকার একটি প্রধান জনস্বাস্থ্য সমস্যা হিসেবে আবির্ভূত হয়।এবার দেখা যাচ্ছে মেয়েরা এক্ষেত্রে আরেক ধাপ বেশী এগিয়েছে।
   
মেদভুঁড়ি সামাল দেওয়ার জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চললেও, খুব বেশী উপকার হচ্ছে বলে মনে হয় না। মূলত ফাস্টফুড বেশী খাওয়া, শারীরিক ব্যায়াম না করে অলস জীবন যাপন করা এবং অতিরিক্ত চিনিযুক্ত খাবার মেদভুঁড়ির মহামারী সৃষ্টি করার জন্য দায়ী।  




No comments:

Post a Comment